সাব ফর সাব করলে কি কি ক্ষতি হয়?

নতুন ইউটিউবাররা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেক ভুল পথ বেছে নেই, এর মধ্যে অন্যতম হচ্ছে সাব ফর সাব। এটি হলো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমিও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। এর ফলে যে আপনার শুধু কষ্ট ছাড়া কোন লাভই হবেনা তা নিম্নে আলোচনা করা হলো :
  • এটি একটি স্প্যামিং, এর ফলে ইউটিউব আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দিতে পারে।
  • অধিকাংশ সময় ইউটিউব নিজে থেকেই এমন সাবস্ক্রাইব রিমুভ করে দেয়। এরকম চ্যানেল কখনওই গ্রো হবেনা।
  • ধরুন এভাবে আপনার ১ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলো কিন্তু ৪ হাজার ঘন্টা ওয়াচটাইম পাবেন কিভাবে?? এজন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর সেই অপেক্ষায় আপনার ১০০০ সাবস্ক্রাইবার এমনিতেই হয়ে যাবে। আর যার কাছে আপনার ভিডিও ভালো লাগবে সে সাবস্ক্রাইব করলে পরবর্তীতে সে আপনার ভিডিওগুলি দেখবে। এতে আপনার ভিডিওতে ভালো ভিউস হবে এবং চ্যানেলটি ভালো পর্যায়ে চলে যাবে। তাই মাথা থেকে সাব ফর সাব এর চিন্তা একদমই বের করে ফেলুন।

    তাহলে কিভাবে সাবস্ক্রাইব বাড়াব?

    যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের মাথায় সবসময় এই জিনিসটিই ঘুরপাক করে, কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায়। সাবস্ক্রাইব বাড়ানোর অনেক উপায়ও রয়েছে কিন্তু সেগুলো ইউজ করলে আপনার উপকারের চেয়ে চ্যানেলের অনেক বড় ক্ষতি হবে। তাই আপনাকে কয়েকটি বিষয় বলবো। সেগুলি হলো :
  • আপনার আশেপাশের বন্ধুবান্ধবদের আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন সাবস্ক্রাইব করার আগে কোন ভিডিও কমপক্ষে ১মিনিট দেখতে বলবেন। নাহলে সাবস্ক্রাইবটি চলে যেতে পারে।
  • আপনার ভিডিওতে ভিউয়ার্সকে সাবস্ক্রাইব করতে বলুন। কারণ আপনার কথার মাধ্যমেও অনেকেই সাবস্ক্রাইব করবে।
  • ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড দিন। আপনার ভিডিওটি যদি মানুষের ভালো লাগে এবং এমন ভিডিও যদি আরও দেখতে চায় তাহলে তারা অটোমেটিক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
  • কাউকে সাবস্ক্রাইব করে তাকে সাথে সাথেই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেননা, এতে স্প্যাম হবে। এছাড়া কখনওই সাবস্ক্রাইব বাড়ানো সম্ভব নয়, আর বিভিন্নভাবে বাড়িয়েও আপনার বিন্দুমাত্র লাভ হবেনা।